1. admin@jamunatribune.com : admin :
  2. jamunatribune@gmail.com : Shiblie Sadik : Shiblie Sadik
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ ::
Welcome To Our Website...

আত্রাইয়ের চাউল চোর স্বরূপ, সোহাগের বিচার চেয়ে ঢাকায় মানববন্ধন

যমুন ট্রিবিউন রিপোর্ট
  • প্রকাশিত : বুধবার, ৩ আগস্ট, ২০২২

নওগাঁ জেলার আত্রাই উপজেলার মেয়াদ উর্ত্তীন্ন কমিটির দুই কথিত ছাত্রলীগ নেতা মাহদী মসনদ স্বরূপ ও হুমায়ন কবির সোহাগের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটোকে আজ ০১ আগস্ট ২০২২ ইং, রোজ সোমবার দুপুর ১২টায় মানববন্ধন,প্রতিবাদ সভা ও র্যালী করেছেন সাংবাদিক/সাংবাদিক নেতারা।
জানাযায় কথিত সভাপতি স্বরূপ ও সাধারণ সম্পাদক সোহাগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে ও কলঙ্কীত ভিজিএফ এর চাউল চুরির কাণ্ড ঘটায় গত ০৬ জুলাই ২০২২ সাল,রোজ বুধবার।আর তা নিয়ে শুরু হয় থানা ছাত্রলীগ ও তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে নানা আলোচনা সমলোচনা সেই সাথে দলের ভিতর দেখা বিশৃঙ্খলা।

একাধিক ছাত্রলীগ নেতাকর্মী জাতীয় দৈনিক গণকন্ঠের আত্রাই উপজেলা প্রতিনিধি মোঃ শিফাত মাহমুদ ফাহিম এর মুঠোফোনে কল দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এবং সঠিক সম্পর্কে তথ্য প্রমাণ দিয়ে সংবাদ প্রকাশের জন্য সাহযোগীতা করেন।ছাত্রলীগ নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের নওগাঁ-০৬ আসনের এমপি মহোদয় আমাদের মাঝে থাকা গরীব অসহায় ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বিতারণের জন্য ঈদুল আযহার আগ মুহূর্তে ০৭ জুলাই রোজ বুধবার ১৬ বস্তা চাউল দেন ০২ নং ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডলের মাধ্যমে।কিন্তু তারা প্রধানমন্ত্রী ও সাংসদ সদস্যের কথাকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে সেই চাউল নেতাকর্মীদের মাঝে বিতরণ না করে নেতাকর্মীদের অজান্তে বিক্রি করে দিয়ে টাকা পয়সা ভাগবাটোয়ারা করে নিয়ে আত্মসাৎ করেন,যা অত্যন্ত লজ্জজনক ও নেক্কার জনক কাণ্ড।এমন টায় দাবি করেন একাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা।

ঘটনাটির সম্পূর্ণ তথ্য প্রমাণ হাতে নিয়ে জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিবেদক শিফাত মাহমুদ ফাহিম কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণকন্ঠ পত্রিকায় ধরাবাহিক ভাবে সংবাদ প্রকাশ অভিযুক্তদের অনুসারীরা মুঠোফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করেন।সেই সাথে অভিযুক্ত স্বরূপ, সোহাগ আ.লীগ নেতাদের উপস্থিতে চাউল চুরির কাণ্ড ধামাচাপা দিতে ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে প্রতিবেদক ও উনার পরিবারের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য উপাত্ত উপস্থাপন করেন এবং মিথ্যা মামলার হুমকি ও প্রদান করেন যা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।

চাউল চোরদের হুমকির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেন সাভার, আশুলিয়া, কাশিমপুর, কোনাবাড়ীর কর্মরত সাংবাদকবৃন্দরা।

একাধিক সাংবাদিক নেতারা বক্তব্যে বলেন,সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে এবং আ.লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কথিত ছাত্রলীগ নেতা স্বরূপ, সোহাগ চাউল চুরির এ কাণ্ড ঘটিয়েছে।আমরা তদন্ত সাপেক্ষে এই দুই চাউল চোরের সঠিক বিচারের দাবি জানাই।কি করে সাহস হয় তাদের চাউল চুরির কাণ্ড ঘটিয়ে আবার সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার?তারা এ দুঃসাহস কোথা থেকে পেলো?কেউ যদি মনে করে মামলা হামলা এসব করে সাংবাদিকদের দমানো যাবে আসলে তারা বোকার স্বর্গে বাস করে।আমরা সাংবাদিকরা কখনো কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করিনি ইনশাল্লাহ্ কোনদিন করবো ও না।

আমরা নওগাঁ জেলা প্রশাসক,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতিদ্রুত সুষ্ঠু তদন্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুণ।সাংবাদিক নেতারা আরও বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য আমরা নওগাঁ জেলা প্রশাসক বরাবর, একটি স্মারকলিপি প্রদান করবো আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনের মধ্য দিয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Crafted with by Softhab Inc © 2021