1. admin@jamunatribune.com : admin :
  2. jamunatribune@gmail.com : Shiblie Sadik : Shiblie Sadik
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ ::
Welcome To Our Website...

আত্রাই অন্ধ যুবকের ছাগল বিক্রির টাকা হাতিয়ে নিলো ছাত্রলীগ নেতা স্বরূপ-সোহাগ

শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

নওগাঁ জেলার আত্রাই উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মাদহী মসনদ স্বরূপ ও সাধারণ সম্পাদক সোহাগ।এই দুই কথিত ছাত্রলীগ নেতার কারনে বার বার কলঙ্কীত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ছাত্রদের রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ।কিছুতেই থামছে না তাদের বেপরোয়া চাঁদাবাজি, চাউল চুরি ইত্যাদি।

তাদের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি এসবে অতিষ্ঠ হয়ে থানা ছাত্রলীগের নেতারা তৃণমূল ছাত্রলীগ নিয়ে এদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছিলো।তারপরও অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটাতে ক্ষান্ত হয়নি তারা।তাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা করায় যেন দ্বিগুণ গতিতে অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটানো শুরু করেছে তারা।ছাত্রলীগের বিবাহিত সভাপতি স্বরূপ, সোহাগ নিজেদের বেশ চত্বর মনে করে ঠাণ্ডা মাথায় কাজ গুলো করে বেড়াতো।কিন্তু কথায় আছে “পাপ নাকি বাপ”কে ছাড়ে না তােদের হয়েছে এ হাল।

সরকারী বরাদ্দের চাউল চুরি করে বিক্রির রেষ কাটতে না কাটতেই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ)যুবকের ছাগল বিক্রি করা টাকা হাতিয়ে নেওয়ার।একটি ভিডিও ফুটেজে দেখা যায় ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী যুবক বলছে পারিবারিক সমস্যার সমাধানের কথা বলে তার কাছ থেকে চাপ প্রয়োগ করে ২০ হাজার টাকা দুজন হাতিয়ে নেয়।পরবর্তীতে উপায় অন্ত না পেয়ে যুবকটি যখন টাকা ফিরে পাওয়ার আশায় প্রধানমন্ত্রীর সহযোগীতা চেয়ে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তখনই বাঁধে জটলা।

খোঁজ নিয়ে জানাযায় ভুক্তভোগী অন্ধ যুবকের নাম মোঃ শামিম প্রামাণিক (২৩),পিতা জালাল উদ্দিন প্রামাণিক,সাং শিমুলিয়া, ইউপি ০২নং ভোঁপাড়া,আত্রাই,নওগাঁ।

তাকে স্থায়ী ওয়ার্ড মেম্বারের ঘরে আটকিয়ে রেখে চাপ প্রয়োগ করে, মামলার হামলা ও পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে তাদের মন মত ভিডিও ফুটেজ করে নেয় অভিযুক্ত স্বরূপ, সোহাগ।আর সেই ভিডিও ছড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করে।কিন্ত তাতে ও হয়নি তাদের শেষ রক্ষা।পরবর্তীতে যুবকটি আরেকটি ভিডিও বার্তায় তাদের চাপ প্রয়োগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ও নওগাঁ-০৬ আসনের জনপ্রতিনিধির কাছে তাদের সঠিক বিচার চান।সেই সাথে তার কাছ নেওয়া ছাগল বিক্রি করা টাকা ফেরত চান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Crafted with by Softhab Inc © 2021